26.3 C
Khulna
Friday, May 23, 2025

আওয়ামী লীগ নিষিদ্ধের আড়ালে দেশে নাটকীয়তা চলছে: মির্জা আব্বাস

আওয়ামী লীগকে নিষিদ্ধের আড়ালে দেশে সাজানো নাটকীয়তা চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেছেন, ১৭ বছর যাদের কাছে নির্যাতিত হয়েছে বিএনপি তাদের পুনর্বাসন করবে এটি যারা বলে তারা বিএনপিকে হিংসা করে। সোমবার (৮ মে) সকাল জাতীয় প্রেসক্লাবে বিএনপি নেতা নাসিরউদ্দিন পিন্টুর ১০ মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক স্মরণসভায় অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।

মির্জা আব্বাস বলেন, ভিআইপি ট্রিটমেন্ট নিয়ে দেশ ছেড়েছেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ অথচ সরকার কিছু জানে না; তারা কি জানে? সে প্রশ্নও তোলেন মির্জা আব্বাস।

প্রশাসন থেকে বিএনপি সমর্থিতদের না রাখার ষড়যন্ত্র হচ্ছে অভিযোগ করে তিনি বলেন, অনেক উপদেষ্টা যারা দেশের নাগরিক না তারাই দেশ পরিচালনা করছে। মনে হচ্ছে উপনেবিশক শাসন চলছে দেশে। এদিকে মিয়ানমারের সাথে মানবিক করিডোর ইস্যুতে তিনি আবারও নির্বাচিত সরকারের ওপর এই সিদ্ধান্ত ছেড়ে দেয়ার আহবান জানান।

সরকার ইচ্ছাকৃতভাবে অপকর্ম চালাচ্ছে অভিযোগ এনে এরা দেশপ্রেমিক সরকার নয় বলেও মন্তব্য করেন এই বিএনপি নেতা।

- Advertisement -spot_img

More articles

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ