Home আঞ্চলিক সংবাদ আজ ২৭ অক্টোবর খুলনায় ০৮ জন করোনা শনাক্ত।

আজ ২৭ অক্টোবর খুলনায় ০৮ জন করোনা শনাক্ত।

0

আজ খুলনা মেডিকেল কলেজের RT- PCR ল্যাবে মোট ১৮৯ টি নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে ০৮ জনের করোনা শনাক্ত হয়েছে।
আজ ২৭ অক্টোবর তাদের নমুনা পরীক্ষার পর রিপোর্ট পজিটিভ এসেছে।
যার মধ্যে খুলনার ০৫ জন।
খুলনার নমুনা ছিল ৭৬ টি।

এই নিয়ে খুলনায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৬৬০৭ জনে।
এবং মৃত্যুবরণ করেছেন ১০১ জন।
মোট সুস্থতার ৬২৮৬ জন।

বাকিদের মধ্যে এছাড়া সাতক্ষীরায় আক্রান্ত হয়েছে ০১ জন ও যশোরের দুইজন।

ধন্যবাদ প্রতিদিন খুলনার সঙ্গে থাকার জন্য।
শেয়ার করে সকলকে জানাই সুযোগ করে দিন।

Exit mobile version