Home আঞ্চলিক সংবাদ আজ ২ সেপ্টেম্বর খুলনায় ৬১জন করোনা শনাক্ত।

আজ ২ সেপ্টেম্বর খুলনায় ৬১জন করোনা শনাক্ত।

0

আজ খুলনা মেডিকেল কলেজের RT- PCR ল্যাবে মোট ২৮২ টি নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে ৬১ জনের করোনা শনাক্ত হয়েছে।আজ ২ সেপ্টেম্বর তাদের নমুনা পরীক্ষার পর রিপোর্ট পজিটিভ এসেছে।যার মধ্যে খুলনার ৪৫ জন।

এই নিয়ে খুলনায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৫৭৯০ জনে।
এবং মৃত্যুবরণ করেছেন ৮৫ জন।
মোট সুস্থতার ৪৬৭৯ জন।

বাকিদের মধ্যে বাগেরহাটের ১১, যশোরের ২, হবিগঞ্জের , টাঙ্গাইল ও গোপালগঞ্জে ১ জনের করোনা শনাক্ত হয়।
খুলনা বিভাগের ১০ জেলায় করোনায় আক্রান্ত সর্বমোট ১৯.৩১১ জন ।
মোট মৃত্যু হয়েছে ৩১১ জনের এবং
মোট সুস্থ্য হয়েছেন ১৪,৩৪৩জন।

ধন্যবাদ প্রতিদিন খুলনার সঙ্গে থাকার জন্য।
শেয়ার করে সকলকে জানাই সুযোগ করে দিন।

Exit mobile version