Home আঞ্চলিক সংবাদ খুলনায় আজ ১০৯ জন করোনা শনাক্ত।

খুলনায় আজ ১০৯ জন করোনা শনাক্ত।

0

আজ ১৪ জুলাই খুলনা মেডিকেল কলেজের RT- PCR ল্যাবে মোট ২৮২ টি নমুনা পরীক্ষা করা হয়।এরমধ্যে ১০৯ জনের করোনা শনাক্ত হয়েছে। আজ মঙ্গলবার তাদের নমুনা পরীক্ষার পর রিপোর্ট পজিটিভ এসেছে। যার মধ্যে খুলনার ১০৫ জন।খুলনার নমুনা ছিল ২৪০ টি।
বাকিদের মধ্যে সাতক্ষীরায় ২ জন, যশোরে ও মাগুরায় একজন করোনা শনাক্ত হয়।।

Exit mobile version