Home আঞ্চলিক সংবাদ খুলনায় ট্রা‌কের ধাক্কায় ‌মোটরসাইকেল আরোহী নিহত

খুলনায় ট্রা‌কের ধাক্কায় ‌মোটরসাইকেল আরোহী নিহত

0

খুলনায় ট্রা‌কের ধাক্কায় ‌মোটরসাইকেল আরোহী নিহত হ‌য়ে‌ছে। শুক্রবার সকাল পৌ‌নে ৯টার দি‌কে নগরীরর বাইপাস সড়‌কে দুর্ঘটনাটি ঘটে।

নিহত দিঘ‌লিয়া উপ‌জেলার লা‌খোহা‌টি গ্রা‌মের মো. না‌সিম চৌধুরীর ছে‌লে ‌মিঠুন‌ চৌধুরী (৩৩)। অপর‌দি‌কে এ ঘটনায় অপর এক আরোহী গুরুতর আহত হওয়ায় তা‌কে ঢাকায় পাঠানো হ‌য়ে‌ছে। আহত ব্যক্তি হ‌লেন- একই এলাকার রেজাউল শে‌খের ছে‌লে মো. মামুন(২৯)।
হাসপাতাল সূ‌ত্রে জানা গে‌ছে, মোটরসাইকেলযো‌গে মিঠুন ও মামুন আড়ংঘাটা বাইপাস সড়ক হ‌য়ে প্রধান সড়কে ওঠার চেষ্টা ক‌রে। এ সময় বিপরীত দিক থে‌কে আসা দ্রুতগামী এক‌টি ট্রাক তা‌দের মোটরসাইকেল‌কে ধাক্কা দি‌লে তারা রাস্তার ওপর প‌ড়ে যায়।

স্থানীয়রা তা‌দের উদ্ধার ক‌রে খুলনা মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লে নি‌য়ে আসে। পরবর্তী‌তে চি‌কিৎসাধীন অবস্থায় সকাল সা‌ড়ে ১০টায় মিঠু‌নের মৃত্যু হয়।
News Sources:unb

Exit mobile version