Home আঞ্চলিক সংবাদ খুলনায় নিখোঁজ হওয়ার ২৭ দিন পর মায়ের লাশ উদ্ধার

খুলনায় নিখোঁজ হওয়ার ২৭ দিন পর মায়ের লাশ উদ্ধার

0

খুলনার দৌলতপুর মহেশ্বরপাশা বণিকপাড়া থেকে নিখোঁজ মরিয়মের মা রহিমা খাতুন (৫৫) এর #লাশ পাওয়ার কথা জানিয়েছে তার মেয়ে।
নিখোঁজ হওয়ার ২৭ দিন পর মায়ের লাশ পেয়েছেন মরিয়ম মান্নান। বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) রাতে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে নিজেই এ তথ্য জানান মরিয়ম।
গত ২৭ আগস্ট রাত সাড়ে ১০টার দিকে খুলনার দৌলতপুর মহেশ্বরপাশা বণিকপাড়া থেকে নিখোঁজ মরিয়মের মা রহিমা খাতুন (৫৫)। পানি আনতে বাড়ি থেকে নিচে নেমেছিলেন তিনি। দীর্ঘ সময় পরও মায়ের খোঁজ না পাওয়ায় দৌলতপুর থানায় মামলা করেন মরিয়ম। পরে মামলাটি পিবিআইতে হস্তান্তর হয়।
রহিমা খাতুন বিগত ২৭ দিন ধরে নিখোঁজ থাকার সময় মেয়ে মরিয়ম বিভিন্ন পন্থায় মাকে খোঁজার চেষ্টা করেন। গত প্রায় একমাসে মায়ের খোঁজে মিডিয়া হাউসসহ প্রেসক্লাবে মানববন্ধন করেছিলেন তিনি। পোস্টার সাটিয়েছিলেন খুলনা শহরজুড়ে। ফেসবুকেও সন্ধান চেয়েছেন মায়ের।

Exit mobile version