খুলনায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে আরাফাত হাওলাদার (২১) নামের এক যুবক নিহত হয়েছে। এ সময় তার সঙ্গে থাকা বাবু ফরাজি নামের আরেক যুবক আহত হয়েছেন।
সোমবার (১১ জুলাই) সন্ধ্যায় মহানগরীর হরিণটানা থানাধীন ময়ুরব্রীজ এলাকার সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত আরাফাত নগরীর পাঁচ নম্বর মাছ ঘাট এলাকার নুরুল হক হাওলাদারের ছেলে। এছাড়া বাবু একই এলাকার কবির ফরাজীর ছেলে।
হরিণটানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) রঞ্জন কুমার গাইন বলেন, আরাফাত ও বাবু ফরাজী দুইজন বেপরোয়া গতিতে মোটরসাইকেলে জয় বাংলার মোড় থেকে সোনাডাঙ্গা আবাসিক এলাকার দিকে যাচ্ছিলেন। পথে ময়ুর ব্রিজের সামনে এলে একজন নারীর সঙ্গে ধাক্কা লাগে। এ সময় তাদের দ্রুতগতির মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে বিপরীত দিক থেকে ছুটে আসা একটি বাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে দুইজনই গুরুতর আহত হয়। পরে স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক আরাফাতকে মৃত্যু ঘোষণা করে। এছাড়া আহত বাবু বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।