Home আঞ্চলিক সংবাদ খুলনায় আবারো তরুণীকে গণধর্ষণ ঘটনা, ৪ জনের নামে মামলা

খুলনায় আবারো তরুণীকে গণধর্ষণ ঘটনা, ৪ জনের নামে মামলা

0

খুলনা মহানগরীর আড়ংঘাটা থানার তেলিগাতী মধ্যপাড়ায় এক তরুণী গণধর্ষণের শিকার হয়েছেন। শুক্রবার (২৩ সেপ্টেম্বর) ভুক্তভোগী নিজে বাদি হয়ে ৪ জনকে আসামি করে আড়ংঘাটা থানায় মামলা করেছেন।
ইতোমধ্যে পুলিশ ফজলুর রহমান শাওন নামের এক আসামিকে গ্রেফতার করেছেন।
মামলার অন্য আসামিরা হলেন খালিশপুর হাউজিং এলাকার আবু কাশেমের ছেলে সোয়ান, তেলিগাতী মধ্যপাড়া ক্লাব মোড়ের লিয়াকত শেখের ছেলে রুবেল শেখ ও অজ্ঞাত পরিচয় একজন।
মামলার এজাহারের বরাত দিয়ে পুলিশ জানায়, পূর্ব পরিচয়ের সূত্র ধরে খলিশপুর নয়াবাটি এলাকার ফজলুর রহমান শাওন বৃহস্পতিবার বিকালে এই তরুণীকে নগরীর ফুলবাড়িগেট এলাকায় নিয়ে যান। সন্ধ্যায় আড্ডা দেওয়ার সময় চায়ের সঙ্গে নেশা জাতীয় দ্রব্য খাইয়ে ওই তরুণীকে তেলিগাতী মধ্যপাড়ার আজগর সরদারের বাড়িতে নিয়ে নেওয়া হয়।
গণধর্ষণের ঘটনায় ভিকটিম নিজেই বাদি হয়ে মামলা করেছেন। পুলিশ একজনকে গ্রেফতার করেছে। বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে। ডাক্তারি পরীক্ষার জন্য ওই নারীকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Exit mobile version