খুলনায় নির্মাণাধীন সেফটি ট্যাংকির ম্যানহোলে পড়ে আব্দুল্লাহ (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার (২৩ এপ্রিল) সকালে মহানগরীর খালিশপুর চিত্রালী সুপার মার্কেটে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত আব্দুল্লাহ খালিশপুর বঙ্গবাসী এলাকার বাসিন্দা আবুল কালামের ছেলে।
স্থানীয়রা জানান, চিত্রালী সুপার মার্কেটে নির্মাণাধীণ সেফটি ট্যাংকির ম্যানহোল খোলা রেখে নির্মাণ কাজ চলছিল। ঐসময় আব্দুল্লাহ তার আশেপাশে খেলছিল। এক পর্যায়ে আকষ্মিক সে ম্যানহোলে পড়ে যায় সে। এরপর প্রায় ঘন্টাব্যাপী ব্যাপক প্রচেষ্টায় শিশুটিকে তুলে আনা গেলেও বাঁচানো সম্ভব হয়নি।