Home Uncategorized খুলনায় পুলিশের সোর্সকে কুপিয়ে হত্যা

খুলনায় পুলিশের সোর্সকে কুপিয়ে হত্যা

0

খুলনার দিঘলিয়ায় মামুন মোল্যা (২৬) নামের একজন পুলিশ সোর্সতে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শনিবার (২৪ জানুয়ারি) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার বার্মাশীল খেয়া ঘাট এলাকায় এঘটনা ঘটে। নিহত মামুন দিঘলিয়ার সেনহাটি মধ্যপাড়া এলাকার মো. ইউসুফ মোল্যার ছেলে।

পুলিশের সূত্র জানিয়েছে, শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে দিঘলিয়ার বার্মাশীল খেয়াঘাট এলাকায় দুর্বৃত্তরা এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে মো. মামুন মোল্যাকে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্যে তাকে ঢাকায় নেয়ার পথে অতিরিক্ত রক্তক্ষরণে ভোর রাতে মৃত্যুবরণ করেন।

দিঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসান উল্লাহ্ বলেন, গত রাতের ঘটনা। সকালে ঢাকায় নেয়ার পথে তার মৃত্যু হয়েছে। সন্দেহভাজনদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। শুনেছি নিহত মামুন মোল্যা কেএমপি’র সোর্স ছিল। এখনো মামলা হয়নি বলে জানিয়েছেন তিনি।

News Sources: breakingnews.com.bd

Exit mobile version