Home আঞ্চলিক সংবাদ খুলনায় প্রতিবন্ধী গৃহবধূকে ধর্ষণের দায়ে গ্রেফতার ১

খুলনায় প্রতিবন্ধী গৃহবধূকে ধর্ষণের দায়ে গ্রেফতার ১

0

খুলনা: খুলনায় ধর্ষণের শিকার হয়েছেন এক বুদ্ধি প্রতিবন্ধী গৃহবধূ (২৮)। জেলার ডুমুরিয়া উপজেলার ধামালিয়া ইউনিয়নের ছয়বাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে।

শনিবার (১ মে) এ ঘটনায় গৃহবধূর স্বামীর দায়ের করা মামলার আসামি সিদ্দিক জোয়ারদারকে (৪৮) গ্রেফতার করেছে পুলিশ।

মামলার এজাহার ও ভূক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, খুলনার ডুমুরিয়া থানার ছয়বাড়িয়া গ্রামের হত দরিদ্র একজন দিন মজুরের স্ত্রীও অন্যের বাড়িতে কাজ করেন। প্রতিদিনের ন্যায় দিনমজুর গত ২১ এপ্রিল সকালে অন্যের ক্ষেতে কাজ করতে যান। অপর দিকে তার বুদ্ধি প্রতিবন্ধী স্ত্রীও স্থানীয় সোহরাব গাজীর পুকুর খননের মাটি সরানোর কাজ করতে যান। কিছু সময় কাজ করার পর শারীরিক ভাবে অসুস্থ বোধ করায় তিনি বেলা ১১টার দিকে কাজ ফেলে শের আলী জোয়ারদারের মেহগনি বাগানের ভেতর দিয়ে হেঁটে বাড়ি ফিরছিলেন। এ সময় অভিযুক্ত সিদ্দিক ওই গৃহবধূকে একা পেয়ে পার্শ্ববর্তী একটি খাদে নিয়ে তাকে জোর পূর্বক তাকে ধর্ষণ করেন। এক পর্যায়ে গৃহবধূ চিৎকার শুরু করলে সিদ্দিক পালিয়ে যান। বিষয়টি জানা জানি হলে প্রভাবশালী সিদ্দিক ও তার পরিবারের সদস্যরা ঘটনাটি স্থানীয় ভাবে সালিশি মীমাংসার কথা বলে ধামা চাপা দিতে নানা টাল বাহানা করতে থাকেন।

শুক্রবার (৩০ এপ্রিল) গৃহবধূর স্বামী এ নিয়ে কৈফিয়ত চাইতে গেলে আসামি সিদ্দিক তাকে মারধর করেন।

ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) (তদন্ত) ও মামলার তদন্তকারী কর্মকর্তা মো. রফিকুল ইসলাম বাংলানিউজকে জানান, গৃহবধূর স্বামীর দায়ের করা মামলায় অভিযুক্ত আসামিকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। ভুক্তভোগী গৃহবধূকে পরীক্ষা-নিরীক্ষার জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।

News Source: www.banglanews24.com

Exit mobile version