খুলনার রূপসায় জমি নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাইয়ের লাঠির আঘাতে চিত্তরঞ্জন বালা (৬৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
শনিবার (২৩ এপ্রিল) দুপুরে ঘাটভোগ ইউনিয়নের শিয়ালী গ্রামের মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, পৈত্রিক জমির সীমানা নির্ধারণ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে চাচাতো ভাই সমীর বালা (৪০) তার হাতে থাকা লাঠি দিয়ে চিত্তরঞ্জনকে আঘাত করেন।
এ সময় অচেতন হয়ে গেলে তাৎক্ষণিক তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন বলেন, জমি সংক্রান্ত বিরোধের জেরে চিত্তরঞ্জন বালার মৃত্যু হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
তবে এলাকাবাসী জানিয়েছে, চিত্তরঞ্জন বালা আগে থেকেই স্ট্রোক সংক্রান্ত রোগে ভুগছিলেন।
News Sources : https://t.ly/siAJ