Home আঞ্চলিক সংবাদ খুলনায় ভাই‌য়ের হা‌তে ভাই খুন

খুলনায় ভাই‌য়ের হা‌তে ভাই খুন

0

খুলনার তেরখাদায় জমি নিয়ে বিরোধের জেরে ইতুদুল ইসলাম (৩৫) নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে তার আপন বড় ভাই জামিল শেখ। মঙ্গলবার রাতে তেরখাদায় গাজিপুর গ্রামে তাদের বাড়িতে এ ঘটনা ঘটে। ইতুদুল ইসলাম ওই গ্রামের শাহজাহানের ছেলে।

তেরখাদা থানার ওসি মোস্তফা কামাল বলেন, জমি নিয়ে বিরোধে তাদের দুই ভাইয়ের মধ্যে বিরোধ ছিল। মঙ্গলবার সন্ধ্যায় ইতুদুল ইসলামকে কুপিয়ে জখম করে তার আপন বড় ভাই জামিল শেখ। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। এ ঘটনায় জামিল শেখকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

News Source: dhakatimes24

Exit mobile version