লনায় মাস্ক না পরায় একদিনে ১৫৫ জনকে আটক করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে ২৭১ জনকে ১ লাখ ১৮ হাজার ২০০ টাকা জরিমানা করা হয়েছে।
আজ বৃহস্পতিবার খুলনা মহানগরীর ৮ মেট্রোপলিটন থানায় এবং খুলনার ৯ উপজেলায় একযোগে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।
জেলা প্রশাসনের মিডিয়া সেলের সূত্রে জানা যায়, জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেনের নির্দেশে এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইউসুফ আলীর তত্ত্বাবধানে বৃহস্পতিবার খুলনা মহানগরের ৮ মেট্রোপলিটন থানায়, খুলনার ৯ উপজেলায় একযোগে অভিযান পরিচালিত হয়। ২৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ১৬টি ভ্রাম্যমাণ টিমের মাধ্যমে এ অভিযান পরিচালিত হয়।
বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত খুলনা মহানগর ও উপজেলাসমূহের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মাস্ক না পরায় এবং স্বাস্থ্যবিধি না মানায় ২৫৯টি মামলায় ২৭১ জনকে ১ লাখ ১৮ হাজার ২০০ টাকা জরিমানা করা হয়। এ সময় ১৫৫ জনকে আটক করা হয়। এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান ম্যাজিস্ট্রেটরা।
news source: shadhinalo
খুলনায় মাস্ক না পরায় একদিনে ২৭১ জনকে জরিমানা, আটক ১৫৫
