Home আঞ্চলিক সংবাদ খুলনা বিভাগে করোনায় রেকর্ড ৭১ জনের মৃত্যু

খুলনা বিভাগে করোনায় রেকর্ড ৭১ জনের মৃত্যু

0

খুলনা: খুলনা বিভাগে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৭১ জন মারা গেছেন। যা এ বিভাগে সর্বোচ্চ মৃত্যু।

একই সময়ে শনাক্ত হয়েছে সর্বোচ্চ ১ হাজার ৬৫৬ জনের।
শুক্রবার (৯ জুলাই) বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক রাশেদা সুলতানা এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে বুধবার (৭ জুলাই) খুলনা বিভাগে সর্বোচ্চ ৬০ জনের মৃত্যু হয়েছিল। এবং শনাক্ত হয়েছিল সর্বোচ্চ ১ হাজার ৯শ জনের। যা ছিল এ পর্যন্ত খুলনা বিভাগে একদিনে সর্বোচ্চ মৃত্যু ও শনাক্তের রেকর্ড।

স্বাস্থ্য পরিচালকের দফতর সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে সর্বোচ্চ ২৩ জনের মৃত্যু হয়েছে খুলনা জেলায়। বাকিদের মধ্যে কুষ্টিয়ায় ১৪ জন, যশোরে ৯ জন, ঝিনাইদহে ১০ জন, চুয়াডাঙ্গায় ছয়জন, মেহেরপুরে পাঁচজন, বাগেরহাটে দু’জন, নড়াইল ও মাগুরায় একজন করে মারা গেছেন।

খুলনা বিভাগের মধ্যে প্রথম করোনারোগী শনাক্ত হয় চুয়াডাঙ্গায় গত বছরের ১৯ মার্চ। করোনা সংক্রমণের শুরু থেকে শুক্রবার সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট শনাক্ত হয়েছে ৬৯ হাজার ১৮৭ জন। আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ৪৮৭ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪৪ হাজার ৭২৭ জন।

News Sources: Banglanews24

Exit mobile version