27 C
Khulna
Saturday, May 24, 2025

জেলখানায় কেমন ঈদ কাটল সাবরিনা পাপিয়ারা

করোনাভাইরাসের পরীক্ষার ভুয়া সনদ দেওয়ার অপরাধের জন্য জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের চিকিৎসক ডাঃ সাবরিনা কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারে যাওয়ার পর প্রথম ঈদ কাটিয়েছে।
এছাড়া কারাগারের বিশেষ সেলে রাখা হয়েছে বহুমুখী অপকর্মের সর্দারনী শামীমা নূর পাপিয়াকে ও।

ঈদের দিন সকালে পায়েস ও মুড়ি, দুপুরের মেন্যুতে ছিলো সাদা ভাত, ডিম ও আলুর দম, রাতে বাসমতি চালের পোলাও ঝাল মাংস, ডিম, বিভিন্ন মিষ্টান্ন, দই, সালাদ, কোল্ড ড্রিংকস ও পান সুপারিও বিশেষ খাবারে আপ্যায়িত করা হয়েছে।
তারা যে কারাগারে রয়েছে সেই কারাগারে মোট ১৩৩৫ জন তাদের মধ্যে ৮৭ জন ফাঁসির আসামি, ১৭৪ জন যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত।
খুব দ্রুত সাবরিনার বিরুদ্ধে মামলার চার্জশিট দেয়া হবে বলে যানা যায়।

- Advertisement -spot_img

More articles

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ