Home জাতীয় টিকটক ভিডিও নির্মাতা অপু গ্রেফতার

টিকটক ভিডিও নির্মাতা অপু গ্রেফতার

0

হেনস্তা এবং মারধর করার অপরাধে টিকটক ভিডিও নির্মাতা অপুকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর উত্তরা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।।

শনিবার তাদের এমন হিংস্র কর্মকাণ্ডের শিকার হয়েছেন রবিন নামে এক পথচারী এবং তার বন্ধুরা। রবিন এবং তার বন্ধুরা আড্ডা দিচ্ছিলো উত্তরার ৮ নাম্বার সেক্টরের পাবলিক কলেজের সামনে সন্ধ্যা সাতটার দিকে তখন তপু ও তার ৫০ থেকে ৬০ জন সহযোগী রাস্তা আটকে টিকটক ভিডিও করতে ছিল তখন রবিন ও তার বন্ধুরা গাড়ি নিয়ে বের হতে চাইলে, তারা গাড়ির হর্ন না শোনার ভাব করে রাস্তায় গিয়ে তারা টিক টক ভিডিও করতে ছিল।

একপর্যায়ে রবিন ও তার বন্ধুদের সাথে তপু ও তার অনুসারীদের কথা কাটাকাটি হয় এবং একপর্যায়ে রবিন ও তার বন্ধুদের নানাভাবে হেনস্থা করা হয়, এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে অপু এবং তার দলবল রবিনের উপরে বিভিন্ন ধরণের সরঞ্জাম নিয়ে হামলা চালায়। তখন রবিনের  এক বন্ধুর মাথা ফেটে যায়।

এসময় সেই অপু বলে– তোদেরকে মেরে ফেললেও পুলিশ প্রশাসন আমার কিচ্ছু করতে পারবে না।

এই ঘটনার পর উত্তরার পূর্ব থানায় একটি মামলা করা হয় এবং আপুকে গ্রেপ্তার করা হয়।।

Exit mobile version