নভেম্বর মাসের জন্য গ্রাহক পর্যায়ে ১২ কেজির তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের সিলিন্ডারের (এলপিজি) দাম ৫১ টাকা বাড়িয়েছে সরকার। চলতি মাসে ১২ কেজির সিলিন্ডারের দাম হবে ১ হাজার ২৫১ টাকা।
বুধবার (২ নভেম্বর) ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ নতুন দাম ঘোষণা করেন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যান আব্দুল জলিল। নতুন এ দাম আজ সন্ধ্যা থেকে কার্যকর হবে।
এর আগে অক্টোবর মাসের জন্য গ্রাহক পর্যায়ে ৩৫ টাকা কমিয়ে ১২ কেজির তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) সিলিন্ডারের দাম ১ হাজার ২০০ টাকা নির্ধারণ করা হয়েছিল।