27.1 C
Khulna
Thursday, May 22, 2025

প্রিন্স মামুনের বিরুদ্ধে পেটে লাথি দিয়ে সন্তান নষ্টের অভিযোগ লায়লার

আলোচিত-সমালোচিত টিকটক কনটেন্ট নির্মাতা লায়লা আখতার ও প্রিন্স মামুনকে ঘিরে নতুন বিতর্ক। সম্প্রতি টিকটকার লায়লার বাসায় প্রবেশ করে একটি ফেসবুক লাইভ করেন টিকটক কনটেন্ট নির্মাতা প্রিন্স মামুন। ওই লাইভে লায়লার বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ তোলেন মামুন। এমনকি গালিগালাজ করতেও শোনা যায়। এরপরই মুখ খোলেন টিকটক অভিনেত্রী।আজ রোবাবার (১১ মে) মধ্যরাতে ‘লিংক ভাইরাল হওয়ার পর মামুনকে নিয়ে এটাই লায়লার শেষ কথা’ শিরোনামে একটি ভিডিও পোস্ট করেছেন। যেখানে লায়লাকে বলতে শোনা গেছে , ‘সব সময় আপনারা আমাকে খারাপ চোখে দেখেছেন। আপনারা মনে করেন আমিই ভিলেন। কিন্তু বলে রাখি একজন প্রাপ্ত বয়স্ক মানুষকে কখনও আটকে রাখা যায় না। কেন আমাকে খারাপ বানানো হয়?’তিনি যোগ করেন, ‘আমি মামুনকে নেশা করতে বাধা দেই, মদ না খাওয়ার জন্য বলি আর মেয়েদের সঙ্গে নষ্টামি করতে নিষেধ করি। এই তিন কারণে আমাকে খারাপ বানানো হয়েছে, হয় এবং আগামীতেও হবে! এই তিনটি কারণে ২০২৩ সালে আমাকে হত্যার উদ্দেশে হামলা করা হয়েছিল।’আলোচিত এই টিকটক অভিনেত্রী ভিডিও বার্তায় দাবি করেছেন, ‘প্রিন্স মামুন আমার পেটে লাথি দিয়ে বাচ্চা নষ্ট করেছে। তারপরও কোনো অভিযোগ করিনি। সে (মামুন) আমার কাছ থেকে অনেক গুলো টাকা নিয়েছে। তাছাড়া গাড়ি, বাড়ি কিনে দিতে হবে সেইজন্য গতকাল সকালে সে আমার বাসায় অনুপ্রবেশ করে গালিগালাজ করে।’

ওই ভিডিও বার্তায় নিজের ভালোবাসা কথাও জানান লায়লা। অভিনেত্রীর ভাষ্য, ‘আমি তাকে অন্ধের মতো ভালোবাসতাম। অন্ধের মতো বিশ্বাস করতাম। ও যদি বলে এইটা ডাক দিক তাহলে আমি ধরে নিতাম এটাই ডান দিক। যদি বলে বাম দিক তাহলে বাম দিক। আল্লাহ ভালো জানে আমি মামুনকে কতটা ভালোবাসতাম। আমি তাকে ভালো রাখতে চেয়েছিলেন।’

- Advertisement -spot_img

More articles

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ