Home রাজনীতি বিএনপির ১০ দফায় মানার মতো কিছু আছে কি না দেখা হচ্ছে: কাদের

বিএনপির ১০ দফায় মানার মতো কিছু আছে কি না দেখা হচ্ছে: কাদের

0

ওবায়দুল কাদের বলেন, বিএনপির ১০ দফা দাবির মধ্যে নতুন কিছু নেই, সব পুরনো কথা; এরপরও খতিয়ে দেখা হচ্ছে মেনে নেওয়ার মতো কোনো দাবি আছে কিনা।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের মন্তব্য করে বলেছেন, ঢাকার মহাসমাবেশ থেকে বিএনপি যে ১০ দফা দাবি দিয়েছে সেগুলোতে মানার মতো কিছু আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। সোমবার (১২ ডিসেম্বর) চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যোগ দিয়ে এমন মন্তব্য করেন তিনি।
সেতুমন্ত্রী বলেন, ১০ ডিসেম্বর সব অচল করে দেওয়ার ছক একে বিএনপি এখন নিজেরাই অচল।
বিএনপির সংসদ সদস্যদের পদত্যাগের বিষয়ে কাদের বলেন, বিএনপির সংসদরা চলে গেলেন, এভাবে বয়কট করা বড় ভুল, অচিরেই বুঝতে পারবেন। চুয়াডাঙ্গা টাউন ফুটবল মাঠে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দার ছেলুন।

Exit mobile version