করোনাভাইরাস প্রতিরোধে আমাদের দেশে অনেকেই মাস্ক ব্যবহার করলেও অনেকেই মাস্ক পরছেন ভুল পদ্ধতিতে ।
যার ফলে ভাইরাসে আক্রান্ত হবার আশঙ্কা বেড়ে যাচ্ছে।
সেই জন্য মাস্ক ব্যবহারের সঠিক নিয়ম জানা প্রয়োজন।
আক্রান্ত ব্যক্তির হাঁচি-কাশির সংস্পর্শে এলে করোনাভাইরাসে সংক্রমিত হতে পারে
তাই ভাইরাস থেকে বাঁচতে মাস্ক ব্যবহার করতে হবে ।
প্রতিনিয়ত সবাই যেটি বেশি ব্যাবহার করে সেটি সার্জিক্যাল মাস্ক।
সার্জিক্যাল মাস্ক এর সামনে নীল আর পেছনে সাদা রংয়ের থাকে অসুস্থ হলে মানে জ্বর, ঠাণ্ডা, কাশি হলে নীল রংয়ের রেয়ার দেয়া অংশটি সামনে রেখে ও
সুস্থ থাকলে শুধু দূষণ থেকে রক্ষার জন্য মাস্কটির সাদা রংয়ের অংশটি সামনে রেখে পরতে হবে ।
মাস্ক খোলার আগে হাত পরিষ্কার করে দুপাশের ফিতা ধরে তা কান থেকে খুলতে হবে।
মাস্ক খুলে ফেলার পর হাত সাবান পানি দিয়ে ধুয়ে ফেলুন।
মাস্ক পরার সময় খেয়াল রাখতে হবে যেন নাক, মুখ ঠিকমত ঢাকা থাকে
মাস্কটি পরিহিত অবস্থায় তা হাত দিয়ে স্পর্শ করা যাবে না।
মাস্ক পরিধান বা খোলার সময় কখনই মাস্কের সামনের অংশ স্পর্শ করা যাবে না।
মাস্ক পরার আগে হাত সাবান পানি দিয়ে কমপক্ষে ২০ সেকেন্ড পরিষ্কার করুন ।