Home আঞ্চলিক সংবাদ ১৩ আগষ্ঠ খুলনায় ১০৭ জন করোনা শনাক্ত।

১৩ আগষ্ঠ খুলনায় ১০৭ জন করোনা শনাক্ত।

0

আজ খুলনা মেডিকেল কলেজের RT- PCR ল্যাবে মোট ২৮১ টি নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে ১০৭ জনের করোনা শনাক্ত হয়েছে।
আজ ১৩ আগষ্ঠ তাদের নমুনা পরীক্ষার পর রিপোর্ট পজিটিভ এসেছে।
যার মধ্যে খুলনার ৬৪ জন।
খুলনার নমুনা ছিল ১৫৯ টি।

এই নিয়ে খুলনায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৫০৩৪ জনে।
এবং মৃত্যুবরণ করেছেন ৭৪ জন।
মোট সুস্থতার ৩৬৬৪ জন।

বাকিদের মধ্যে বাগেরহাটের ৩৪, সাতক্ষীরা ৩, নড়াইলের ১, যশোরের ৪, গোপালগঞ্জ ও মাগুরায় এক জনের করোনা শনাক্ত হয়।

ধন্যবাদ প্রতিদিন খুলনার সঙ্গে থাকার জন্য।
শেয়ার করে সকলকে জানাই সুযোগ করে দিন।

Exit mobile version