Home আঞ্চলিক সংবাদ ১৫ আগষ্ঠ খুলনায় ৭৯ জন করোনা শনাক্ত।

১৫ আগষ্ঠ খুলনায় ৭৯ জন করোনা শনাক্ত।

0

আজ খুলনা মেডিকেল কলেজের RT- PCR ল্যাবে মোট ২৭৮ টি নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে ৭৯ জনের করোনা শনাক্ত হয়েছে।আজ ১৫ আগষ্ঠ তাদের নমুনা পরীক্ষার পর রিপোর্ট পজিটিভ এসেছে।
যার মধ্যে খুলনার ৪০ জন।
খুলনার নমুনা ছিল ১২১ টি।

এই নিয়ে খুলনায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৫০৭৯ জনে।
এবং মৃত্যুবরণ করেছেন ৭৫ জন।
মোট সুস্থতার ৩৭৯৯ জন।

বাকিদের মধ্যে বাগেরহাটের ১৫, সাতক্ষীরা ৭, যশোরের ১৪, পিরোজপুরে ২, চুয়াডাঙ্গায় এক জনের করোনা শনাক্ত হয়।

ধন্যবাদ প্রতিদিন খুলনার সঙ্গে থাকার জন্য।
শেয়ার করে সকলকে জানাই সুযোগ করে দিন।

Exit mobile version