27.1 C
Khulna
Friday, May 23, 2025

১ বিলিয়ন’ ডলার ছাড়ালো ‘অ্যাভাটার টু

ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে ‘অ্যাভাটার: ২’। এবার এটি মিলিয়ন ছাড়িয়ে বিলিয়নের পথে! যতোই দিন যাচ্ছে, ততোই রেকর্ড গড়ছে জেমস ক্যামেরনের আলোড়ন সৃষ্টিকারী ছবি ‘অ্যাভাটার’-এর সিক্যুয়েল ‘অ্যাভাটার: দ্য ওয়ে অব ওয়াটার’।
গত ১৬ ডিসেম্বর বিশ্বব্যাপী মুক্তি পেয়েছে বহুল আকাঙ্ক্ষিত এই সিনেমা। মঙ্গলবার (২৭ ডিসেম্বর) পর্যন্ত সিনেমাটির বৈশ্বিক আয় ১ বিলিয়ন ডলার ছাড়িয়ে যায়। তথ্যটি নিশ্চিত করেছেন মার্কিন লেখক ও সাংবাদিক এরিক ডেভিস। তিনি জানান, ‘অ্যাভাটার টু’ অফিসিয়ালি এক বিলিয়নের ক্লাবে প্রবেশ করেছে। এর মধ্যে ৩০০ মিলিয়ন ডলার এসেছে যুক্তরাষ্ট্র থেকে। বাকি ৭০০ মিলিয়ন ডলার আয় হয়েছে বিশ্বের অন্যান্য দেশ থেকে।
ভারতীয় বক্স অফিসে এ পর্যন্ত ছবিটির আয় দাঁড়িয়েছে ৩১৭ কোটি রুপি। আয়ের দিক থেকে যা এ বছর ‘আরআরআর’ এর পর দ্বিতীয় সর্বোচ্চ আয়কারী হিসেবে স্থান দখল করে নিলো।

তবে ভারতে হলিউডের সর্বোচ্চ আয়কারী সিনেমা হিসেবে এ পর্যন্ত স্থান দখল করে ‘অ্যাভেঞ্জারস: এন্ডগেম’ (৩৭৩ কোটি রুপি) ছবিটি। তবে ‘অ্যাভাটার: ২’ যে সেই রেকর্ড যে কোন সময় ভেঙে দিতে পারে, তা বেশ ভালোভাবেই ধারণা করা হচ্ছে।


এর আগে জেমস ক্যামেরন ‘অ্যাভাটার’ বানিয়েছিলেন। ২০০৯ সালে মুক্তি পাওয়া সেই সিনেমা এখনও বিশ্বের সর্বকালের সর্বোচ্চ আয়ের রেকর্ড নিজের করে রেখেছে। দীর্ঘ ১৩ বছর পর তিনি সিনেমাটির সিক্যুয়েল নির্মাণ করলেন।

- Advertisement -spot_img

More articles

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ