Home আঞ্চলিক সংবাদ ২০ আগষ্ঠ খুলনায় ৮৬ জন করোনা শনাক্ত।

২০ আগষ্ঠ খুলনায় ৮৬ জন করোনা শনাক্ত।

0

আজ খুলনা মেডিকেল কলেজের RT- PCR ল্যাবে মোট ২৮২ টি নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে ৮৬ জনের করোনা শনাক্ত হয়েছে। আজ ২০আগষ্ঠ তাদের নমুনা পরীক্ষার পর রিপোর্ট পজিটিভ এসেছে।
যার মধ্যে খুলনার ৩২ জন।
খুলনার নমুনা ছিল ৮৬ টি।

এই নিয়ে খুলনায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৫২৯৬ জনে।
এবং মৃত্যুবরণ করেছেন ৭৫ জন। মোট সুস্থতার ৪১৪৬জন।

বাকিদের মধ্যে সাতক্ষীরা ১১, বাগেরহাটের ২১, নড়াইল ১, যশোর ১৮, পিরোজপুরের ২, গোপালগঞ্জের ১ ও চুয়াডাঙ্গায় একজনের করোনা শনাক্ত হয়।
ধন্যবাদ প্রতিদিন খুলনার সঙ্গে থাকার জন্য।
শেয়ার করে সকলকে জানাই সুযোগ করে দিন।

Exit mobile version