দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানমের ওপর হামলার দুই জনকে আটক
করেছে পুলিশ ।
আটককৃতদের নাম হল আসাদুল ইসলাম ও মো. জাহাঙ্গীর আলম।
আজ শুক্রবার ভোরে হাকিমপুর উপজেলা থেকে আসাদুলকে, ঘোড়াঘাট শহর থেকে জাহাঙ্গীরকে আটক করা হয়
হামলার শিকার ইউএনওর ভাই ফরিদ মামলা করেছেন।’
আটক কৃতদের করে রংপুরে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ ।
গতরাতে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
বুধবার রাত ৩ টায় উপজেলা পরিষদ ক্যাম্পাসে অবস্থিত ইউএনওর বাসভবনের টয়লেটের ভেল্টিলেটর ভেঙে দুর্বৃত্তরা প্রবেশ করে সরাসরি ধারাল অস্ত্র দিয়ে মাথায় আঘাত করে।
তার বাবা এগিয়ে আসলে তাকে আঘাত করে পালিয়ে যায়।
রাতে তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
উন্নত চিকিৎসার জন্য তাদের পরবর্তিতে রাজধানীর ন্যাশনাল ইন্সটিটিউট অব নিউরো সায়েন্সেস অ্যান্ড হসপিটালে ভর্তি করা হয়।