কক্সবাজারের নাজিরারটেকের উপকূলে মরদেহবাহী একটি ট্রলার ভেসে এসেছে। এখন পর্যন্ত ট্রলার থেকে ১০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
রোববার (২৩ এপ্রিল) দুপুরে পৌরসভার ১নং ওয়ার্ডের সাগরের নাজিরারটেক পয়েন্টে ট্রলারটি ভেসে আসে। ট্রলারে মরদেহ দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা।এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতদের নাম পরিচয় জানা যায়নি।কক্সবাজার মডেল থানা পুলিশ সুপার মাহফুজুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।পুলিশ সুপার জানান, ট্রলারটি এখনো সাগরে অর্ধনিমজ্জিত অবস্থায় রয়েছে। আমাদের টিম সেখানে উদ্ধার তৎপরতা চালাচ্ছে। ইতোমধ্যে ট্রলারটি থেকে ১০ জনের লাশ উদ্ধার করা হয়েছে। লাশগুলো সবই গলে-পচে গেছে।তিনি আরও জানান, লাশগুলো শনাক্তের চেষ্টা চলছে। ট্রলারের মালিক কে তাও নিশ্চিত হওয়া যায়নি। ধারণা করছি, কোনো ডাকাতির ঘটনায় এরা নিহত হয়েছেন।