খুলনা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ও সভ্যতা ডিসিপ্লিনের প্রভাষক ও সহকারী ছাত্র বিষয়ক পরিচালক হাসান মাহমুদ সাকিরের ওপর হামলার ঘটনায় অভিযুক্ত শিক্ষার্থী আবদুল্লাহ নোমানের ছাত্রত্ব বাতিলসহ পাঁচটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
৩ মে বিশ্ববিদ্যালয়ের ২৩১তম জরুরি সিন্ডিকেট সভায় উপাচার্য ড. রেজাউল করিম এসব সিদ্ধান্তের কথা জানান। সিদ্ধান্তগুলো হলো: ১) অভিযুক্তের ছাত্রত্ব বাতিল, ২) ক্যাম্পাসে প্রবেশ নিষিদ্ধ, ৩) স্নাতক ডিগ্রির সনদ বাতিল, ৪) থানায় মামলা দায়ের, ৫) উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন।
তদন্ত কমিটির প্রধান প্রফেসর ড. ইমদাদুল হক এবং সদস্যরা হলেন ড. খসরুল আলম ও ড. আজমল হুদা। কমিটিকে পাঁচ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
২ মে রাতে আম চুরির সময় বাধা দিলে নোমান, শিক্ষক হাসান মাহমুদ সাকিরকে মাথায় ধাতব বস্তু দিয়ে আঘাত করেন। এতে শিক্ষক গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হন। ঘটনার পর শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও অভিযুক্তকে অবাঞ্ছিত ঘোষণা করেন।