আজ ১২ জুলাই খুলনা মেডিকেল কলেজের RT- PCR ল্যাবে মোট ২৮২ টি নমুনা পরীক্ষা করা হয়।
এরমধ্যে ৮৭ জনের করোনা শনাক্ত হয়েছে।
যার মধ্যে খুলনার ৭৩ জন।
খুলনার নমুনা ছিল ২৪৫ টি।
বাকিদের মধ্যে বাগেরহাটে ৫ জন সাতক্ষীরায় ৬ জন গোপালগঞ্জে, পিরোজপুরে ও যশোরে একজন করোনা শনাক্ত হয়।।