খুলনায় থানাধীন মুজগুন্নী পার্ক এলাকায় বৃষ্টিতে গোসলের সময় ৬ তলা ভবনের ছাদ থেকে পড়ে লাকি নামের এক তরুণীর মত্যু হয়েছে।।নিহত লাকি নগরের খালিশপুর থানাধীন মুজগুন্নী পার্ক এলাকার মো. আব্দুল হামিদের মেয়ে।
জানা যায়, ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে সোমবার (২৪ অক্টোবর) দুপুরে প্রচুর বৃষ্টি হচ্ছিল।তখন লাকী বৃষ্টিতে গোসল করার জন্য ছয়তলা ভবনের ছাদে ওঠেন। এ সময় তার সঙ্গে আরও এক তরুণী ছিল।এক পর্যায়ে অসাবধানতার কারণে পা পিছলে লাকী ছাদের রেলিং ভেঙে নিচে পড়ে যান।
এতে তিনি বুক ও মাথায় গুরুতর আঘাত পান।এ সময় সঙ্গে থাকা তরুণীর চিৎকারে বাড়ির অন্যরা ছুটে এসে লাকীকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ (খুমেক)হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।খালিশপুর থানার পরিদর্শক (তদন্ত) অনিমেষ মন্ডল বিষয়টি নিশ্চিত করে বলেন, ওই তরুণীর মরদেহ খুমেক হাসপাতালের মর্গে রাখা আছে।
প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।