খুলনা ডুমুরিয়া উপজেলায় মাগুরাঘোনা ইউনিয়নের বেতা গ্রামে চাচাতো ভাইয়ের হাতে ভাই খুন এর ঘটনা ঘটেছে।
সোমবার আনুমানিক ১০ টার দিকে মৃত মুক্তা হোসেন গাজীর ছেলে সিরাজুল গাজী (৪০) নামে এক ব্যক্তি খুন হয়। জমিজমা নিয়ে দীর্ঘদিন বিরোধের ফলে চাচাতো ভাই ইউনুচ গাজী (২৬) হাসান এবং হোসেন গাজীর, নজরুল গাজী (৩০) সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়। এবং তখন সোমবার সকাল ১০ টার দিকে সিরাজুল ইসলাম গাজীর মাথায় আঘাত লাগলে তিনি জায়গায় মারা যান।
এর ফলে ফুলমতি বেগম (৬৫) ও হাসান গাজী (৩০) নামের এই দুই ব্যক্তিকে পুলিশ আটক করেছে।