32.6 C
Khulna
Thursday, May 22, 2025

খুলনায় কমেছে মৃত্যু, একদিনে ১০

খুলনা: প্রাণঘাতী করোনায় মৃত্যুর হার খুলনায় উদ্বেগজনক হারে বেড়ে চলছিল। সেখান থেকে গত ২৪ ঘণ্টায় অনেকটা কমে এসেছে মৃত্যুর সংখ্যা।

চারটি করোনা ডেডিকেটেড হাসপাতালের তিনটিতে রোগী মৃত্যুর খবর পাওয়া গেছে।
খুলনার পৃথক তিনটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে ১০ জনের মৃত্যু হয়েছে। শনিবার (১০ জুলাই) সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় তাদের মৃত্যু হয়। এর আগের দিন শুক্রবার (৯ জুলাই) ২৭ জনের মৃত্যু হয়। যা ছিল এ পর্যন্ত সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড।

মারা যাওয়া ১০ জনের মধ্যে খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালের করোনা ডেডিকেটেড হাসপাতালে ছয়জন, খুলনা জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে একজন ও বেসরকারি গাজী মেডিক্যাল কলেজ হাসপাতালে তিনজনের মৃত্যু হয়েছে।

খুমেক করোনা হাসপাতালের ফোকাল পার্সন ডা. সুহাস রঞ্জন হালদার জানান, হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনায় তিনজন ও উপসর্গ নিয়ে তিনজন মিলে ছয়জনের মৃত্যু হয়েছে। করোনায় মৃত ব্যক্তিরা হলেন- খুলনার ফুলতলার শামসুর রহমান (৫০), বাগেরহাটের মিঠাপুকুর পাড় এলাকার রওশন আরা (৬৫) ও নড়াইলের লোহাগড়ার মো. মুজিবর রহমান (৬৫)।

জেনারেল হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. কাজী আবু রাশেদ জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে একজনের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তি হলেন খুলনার রূপসা উপজেলার নৈহাটি এলাকার মো. হাসানুজ্জামান (৭০)।

গাজী মেডিক্যাল কলেজ হাসপাতালের মালিক ডা. গাজী মিজানুর রহমান জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনজনের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তিরা হলেন- খুলনার পাইকগাছার গোপালপুরের আহম্মদ আলী গোলদার (৭৫), দাকোপের পানখালীর মোহাম্মদ আলী (৯০) ও চুয়াডাঙ্গার দামুরহুদার পুরাপাড়ার অনন্ত কুমার বিশ্বাস (৪০)।

শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে ফোকাল পার্সন ডা. প্রকাশ দেবনাথ জানান, হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় কোনো রোগী মারা যাননি।

News Sources: Banglanews24

- Advertisement -spot_img

More articles

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ