খুলনায় ডা. আবদুর রকিব খান হত্যা মামলায় দুজনের ১০ বছর করে কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাদের পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়। এ মামলায় খালাস পেয়েছেন আরো তিনজন।
সোমবার দুপুরে খুলনা বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মো. নজরুল ইসলাম হাওলাদার এ রায় ঘোষণা করেন। সাজাপ্রাপ্ত আসামিরা হলেন- মো. জমির আলী শেখ ও আব্দুল কুদ্দুস। এর মধ্যে কুদ্দুস পলাতক রয়েছেন। খালাস পেয়েছেন খাদিজা বেগম, মো. গোলাম মোস্তফা ও নুর নাহার বেগম।
আইনজীবীরা জানান, ২০২০ সালের ১৪ জুন নগরীর গল্লামারী এলাকায় রাইসা ক্লিনিকে শিউলি বেগম নামে এক প্রসূতি সিজারের মাধ্যমে সন্তান প্রসব করেন। রাতে শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে ঢাকায় নেয়ার চেষ্টা করেন স্বজনরা। পথে শিউলি মারা যান। এ ঘটনায় ১৫ জুন রাতে শিউলির স্বজনরা ক্ষুব্ধ হয়ে রাইসা ক্লিনিকের মালিক ডা. আবদুর রকিব খানকে মারধর করেন। মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে ১৬ জুন খুলনার শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
১৭ জুন দুপুরে খুলনা সদর থানায় মামলা করেন নিহতের ছোট ভাই সাইফুল ইসলাম। ডা. রাকিব বাগেরহাটের মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলের (ম্যাটস) অধ্যক্ষ ছিলেন। পরবর্তীতে মামলার তদন্ত কর্মকর্তা পাঁচজনের বিরুদ্ধে আদালতে চার্জশিট জমা দেন। দীর্ঘ শুনানি শেষে সোমবার এ রায় দেয় আদালত।