26.3 C
Khulna
Friday, May 23, 2025

খুলনায় বিএনপির ১৩০ নেতাকর্মীর বিরুদ্ধে নাশকতা মামলা

খুলনা জেলা বিএনপির আহ্বায়ক আমির এজাজ খান, ডুমুরিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক মোল্লা মফিজুর রহমানের নাম উল্লেখসহ ১৩০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেছে ডুমুরিয়া থানা পুলিশ।
গত শনিবার রাতে ডুমুরিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) তারেক রাইয়ান বাদী হয়ে এ মামলা করেন। মামলার এজাহারে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে নাশকতার সৃষ্টির অভিযোগ আনা হয়েছে। তবে মামলায় আসামিদের সবার পরিচয় জানায়নি পুলিশ।

ডুমুরিয়া থানার পরিদর্শক (তদন্ত) মুক্ত রায় চৌধুরী বলেন, ‘বিএনপি কর্মীরা নাশকতা সৃষ্টির জন্য ডুমুরিয়া হাই স্কুলের সামনে জড়ো হচ্ছিলেন। সেখান থেকে আফজাল হোসেন খান নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তার স্বীকারোক্তিকে বাকিদের বিরুদ্ধে মামলা হয়েছে।’

কেন্দ্র ঘোষিত কর্মসূচি অনুযায়ী গত শনিবার বেলা ১১টায় ডুমুরিয়া বাজার থেকে পদযাত্রা কর্মসূচি শুরু করে বিএনপি। কর্মসূচি ডুমুরিয়া উচ্চ বিদ্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। এ সময় পুলিশ লাঠিচার্জ করে নেতাকর্মীদের ছত্রভঙ্গ করে দেয়।

- Advertisement -spot_img

More articles

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ