খুলনায় ৮ পিস স্বর্ণের বারসহ আব্দুল আওয়াল (৩৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
তিনি পেটের মধ্যে করে এই স্বর্ণের বার বহন করছিলেন। তাকে ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে এক্সরের মাধ্যমে স্বর্ণের বার শনাক্ত করা হয়।
বুধবার (১৩ নভেম্বর) রাত ১১ টার দিকে নগরীর সাচিবুনিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
আব্দুল আওয়াল কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার ভদরপুর গ্রামের খলিলুর রহমানের ছেলে।
খুলনা নগরীর লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুজ্জামান জানান, গোপন সংবাদে পুলিশ জানতে পারে, স্বর্ণের একটি চালান ঢাকা থেকে খুলনা হয়ে সাতক্ষীরা সীমান্ত দিয়ে ভারতে যাবে। উক্ত সংবাদে তারা ঢাকা-খুলনা মহাসড়কের (রূপসা বাইপাস সড়ক) সাচিবুনিয়া মোড় এলাকার সেফা মেডিক্যালের সামনে চেকপোস্ট বসান। রাত ১১টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা সাতক্ষীরাগামী বাসে তল্লাশি চালিয়ে আবদুল আউয়ালকে আটক করেন। কিন্তু থানায় নিয়ে তার দেহ তল্লাশি করে কিছু পাওয়া যায়নি। পরে নগরীর একটি ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে এক্সরে করালে তার পেটের মধ্যে স্বর্ণের বার দেখা যায়।
থানায় নেওয়ার পর তিনি বিশেষ কায়দায় পরপর ৮ স্বর্ণের বার বের করে দেন।