খুলনায় এক ব্যবসায়ীর কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেন সাংবাদিক পরিচয় দেওয়া কিছু লোক ।
মেসার্স শাওন ট্রেডার্স’র মালিক আব্দুল জলিল আদালতে মামলা দায়ের করেন ।
আব্দুল জলিল বলেন, অনলাইন টিভি’র সাংবাদিক পরিচয় দিয়ে চাঁদা চেয়েছেন তার কাছে ।
আদালতে দায়ের হওয়া মামলায় খালিশপুরের তানজীর, আলামিন, উদয়, মোতালেব, হাসান নামের ৫ জন ও চাঁদা দাবিকৃত মোবাইল নম্বর উল্লেখ করা হয়।
২৪ আগস্ট থেকে আব্দুল জলিলের কাছে সাংবাদিক পরিচয়ে ফোন আসে।
২৫ ও ২৮ আগস্ট বাড়িতে ও বাদির ব্যবসা প্রতিষ্ঠানে যায় সাংবাদিক পরিচয়ের ওই ব্যক্তিরা।
মেসার্স শাওন ট্রেডার্স’র এর ম্যানেজারের কাছে তাদের মোবাইল নম্বর দিয়ে আসে এবং ৫ লাখ টাকা চাঁদা দাবি করে ।
মালিক আব্দুল জলিল গত ১ লা সেপ্টেম্বর খুলনা মহানগর আমলী আদালতে মামলা দায়ের করা হয় ।