26.3 C
Khulna
Friday, May 23, 2025

চুয়াডাঙ্গায় নববর্ষ উদযাপন করতে গিয়ে শ্রমিকের মৃত্যু

নববর্ষ উদযাপন করতে গিয়ে চুয়াডাঙ্গায় এক যুবকের মৃত্যু হয়েছে। নতুন বছরকে স্বাগত জানিয়ে পিকনিকের আয়োজনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান ফয়জুল মণ্ডল (৩৫) নামে ওই যুবক।
বৃহস্পতিবার রাতে জেলা শহরের সুমিরদিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ফয়জুল সুমিরদিয়ার মৃত তাজ উদ্দিনের ছেলে। তিনি পেশায় ইটভাটার শ্রমিক ছিলেন।
চুয়াডাঙ্গা সদর থানার ওসি আবু জিহাদ খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার রাত ১০টার দিকে ইংরেজি নববর্ষকে স্বাগত জানাতে পিকনিকের আয়োজন করে ওই এলাকার যুবকরা।
আয়োজনস্থলে বিদ্যুতের সংযোগ দিতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হন ফয়জুল।
গুরুতর অবস্থায় স্থানীয়রা চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে জরুরি বিভাগে কর্তব্যরত ডা. ওয়াহিদ মাহমুদ রবিন তাকে মৃত বলে ঘোষণা করেন।

News Source :dhakatimes24

- Advertisement -spot_img

More articles

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ