33.2 C
Khulna
Thursday, May 22, 2025

ছেলের চুরির অপরাধে মাকে নাকে খত দেওয়ালো বিএনপি নেতা

ফেনীতে দুই কিশোরের বিরুদ্ধে কবুতর ও মুরগী চুরির অভিযোগ এনে শত শত মানুষের সামনে তাদের মায়েদের নাকে খত দেওয়ার অভিযোগ উঠেছে পাঁচগাছিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা দেলোয়ার হোসেন দেলুর বিরুদ্ধে। বৃহস্পতিবার (১ মে) রাতে ফেনী সদর উপজেলের পাঁচগাছিয়া ইউনিয়নে এ ঘটনা ঘটেছে।

সম্প্রতি স্থানীয় জাহাঙ্গীরের বাড়ি থেকে কবুতর ও মুরগি চুরির অভিযোগ উঠে দুই কিশোরের বিরুদ্ধে। বিষয়টি নিয়ে বৃহস্পতিবার রাতে সালিসের আয়োজন করে ভূক্তভোগী জাহাঙ্গীর। সালিসে অভিযুক্ত কিশোরদের মারধর করে পুলিশে দেওয়ার পরিকল্পনার কথা শুনে এলাকা থেকে পালিয়ে যায় কিশোররা। রাতে সালিসে কিশোরদের না পেয়ে ক্ষুব্ধ হয়ে দুই কিশোরের মায়েদের ডেকে সবার সামনে নাকে খত দিতে বাধ্য করান বিএনপি নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান দেলু। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ১ মিনিট ৫৪ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, রাতের বেলায় বহু লোকজনের সামনে চেয়ারে বসে বিচার করছেন বিএনপি নেতা দেলু চেয়ারম্যান। এরপর তিনি হাতে লাঠি নিয়ে দুই কিশোরের মায়েদের নাকে খত দিতে নির্দেশ দেন। ভয়ে বাধ্য হয়ে বোরকা পরা দুই নারী মাটিতে লুটে নাকে খত দেন।

ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর তার সকল পদ স্থগিত করেছে সদর উপজেলা বিএনপি।

অভিযুক্ত ইউনিয়ন বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন দেলু বলেন, কিশোরদের অপরাধে তাদের মায়েদের শাস্তি দেওয়ায় মানবাধিকার লঙ্ঘন হয়েছে। তবে,পরিবেশ পরিস্থিতির কারণে এমনটি করতে বাধ্য হয়েছেন তিনি৷

ফেনীর পুলিশ সুপার হাবিবুর রহমান বলেন, ভাইরাল হওয়া ভিডিওটি তিনি দেখেছেন। বিয়টি খতিয়ে দেখে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

- Advertisement -spot_img

More articles

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ