রাজধানীর কমলাপুরে ট্রেনের টিকিট কালোবাজারি চক্রের মূলহোতাসহ ছয় সদস্যকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
বৃহস্পতিবার রাতে কমলাপুর রেলস্টেশন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে র্যাব-৩ এর সদস্যরা।
এ সময় তাদের কাছ থেকে বেশ কয়েকটি টিকিট জব্দ করা হয়েছে। তবে প্রাথমিকভাবে আটকদের নাম পরিচয় জানা যায়নি।
শুক্রবার দুপুর ১২টায় রাজধানীর টিকাটুলি র্যাব-৩ কার্যালয়ে এ বিষয়ে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছেন র্যাবের এ কর্মকর্তা।