হেফাজতে ইসলামের মহাসমাবেশ আজ, পাঁচ দফা দাবি উত্থাপন
নারী অধিকার সংস্কার কমিশনের প্রস্তাব বাতিলসহ পাঁচ দফা দাবিতে আজ (৩ মে, শনিবার) ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ করছে হেফাজতে ইসলাম। সকাল ৯টা থেকে বেলা ১টা পর্যন্ত চলা এ সমাবেশে বড় মঞ্চ তৈরি করা হয়েছে।
দাবিগুলোর মধ্যে রয়েছে:
১. শাপলা ট্রাজেডিসহ আওয়ামী আমলে সব ‘গণহত্যার’ বিচার ও ‘মিথ্যা মামলা’ প্রত্যাহার।
২. সংবিধানে ‘আল্লাহর ওপর বিশ্বাস ও আস্থা’ পুনর্বহাল।
৩. নারী অধিকার সংস্কার কমিশন ও তার প্রস্তাব বাতিল।
৪. ভারতের মুসলমানদের নিরাপত্তা নিশ্চিতকরণ ও ওয়াকফ আইন বাতিল।
৫. ফিলিস্তিন দখলমুক্ত করার উদ্যোগ গ্রহণ।
সংগঠনের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক অভিযোগ করেছেন, সংস্কার প্রস্তাবে ইসলামি পারিবারিক ও উত্তরাধিকার আইনকে নারী বৈষম্যের কারণ বলা হয়েছে, যা ধর্মীয় অনুভূতিতে আঘাত। এ জন্য কমিশন বাতিলের দাবি জানান তিনি।
২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে অনুষ্ঠিত মহাসমাবেশের প্রসঙ্গ টেনে হেফাজত বলছে, তাদের আন্দোলন এখনো চলমান।