26 C
Khulna
Friday, May 23, 2025

পাকিস্তানের ছোড়া চীনা ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তুতে আঘাত হানতে ব্যর্থ

ভারতের সশস্ত্র বাহিনী দাবি করেছে, শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে পাকিস্তানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা ব্যর্থ করা হয়েছে।

সোমবার ‘অপারেশন সিঁদুর’ নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিমান বাহিনীর মহাপরিচালক এয়ার মার্শাল এ কে ভারতী বলেন, ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রাচীরের মতো কাজ করেছে। তিনি জানান, পাকিস্তানের চীনা ক্ষেপণাস্ত্র পিএল-১৫ ও তুর্কি ড্রোন ভূপাতিত করা হয়েছে।

তবে পাকিস্তান দাবি করেছে, তারা ভারতের পাঁচটি বিমান—including তিনটি রাফাল—ভূপাতিত করেছে এবং হামলায় সাফল্য পেয়েছে।

ভারতীয় বিমানবাহিনী প্রধান বলেন, ভারতের আক্রমণ ছিল সন্ত্রাসীদের বিরুদ্ধে, তবে পাকিস্তানি সেনাবাহিনী এতে জড়িয়ে পড়েছে বলে প্রতিক্রিয়া জানানো হয়েছে।

- Advertisement -spot_img

More articles

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ