২০০২ বিশ্বকাপে ব্রাজিল প্রথমবার এশিয়ার কোনো দলের মুখোমুখি হয়েছিল, ব্রাজিল জেতে ৪-০ গোলে , তিপক্ষ ছিল চীন।
২০০৬ সালের বিশ্বকাপে ব্রাজিল এশিয়ার জাপানের সঙ্গে খেলেছিল। জাপানকে হারিয়েছিল ৪-১ গোলে।
২০১০ দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে গ্রুপ পর্বে ব্রাজিল এশিয়ার উত্তর কোরিয়া সঙ্গে খেলেছিল। জিতেছিল ২-১ গোলে।
আজ রাতে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে বিশ্বকাপের শেষ ষোলোতে মাঠে নামবে ব্রাজিল।
গ্রুপ পর্বে কোরিয়া উরুগুয়ের সঙ্গে গোলশূন্য ড্র আর ঘানার বিপক্ষে ৩-২ গোলে হারলেও তারা ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগালকে ২-১ গোলে হারিয়েই দ্বিতীয় পর্বে জায়গা করে নিয়েছে।