26.3 C
Khulna
Friday, May 23, 2025

বাগেরহাটে দি হাঙ্গার প্রজেক্টের মত বিনিময় সভা অনুষ্ঠিত

দি হাঙ্গার প্রজেক্টের আয়োজনে ইউনিসেফের সহায়তায় ২১ সেপ্টেম্বর (বুধবার) সকাল ১০:০০ ঘটিকায় বাগেরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কনফারেন্স রুমে স্বাস্থ্য কর্মকর্তা কর্মচারী, শিক্ষক, জনপ্রতিনিধি, সাংবাদিক, সমাজকর্মী, নারীনেত্রী ইত্যাদি সহ মোট ৪০ জন গণ্যমান্য ব্যাক্তিবর্গদের সমন্বয়ে উক্ত সভাটি অনুষ্ঠিত হয়। সভাটি সঞ্চালনা করেন দি হাঙ্গার প্রজেক্টের সিনিয়র প্রগ্রাম অফিসার রুবিনা আক্তার। প্রকল্পের মুল কার্যক্রম এবং লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আলোচনা করেন দি হাঙ্গার প্রজেক্টের বিভাগীয় সমন্বয়কারী জনাব মাসুদুর রহমান (রঞ্জু)। উপস্থিত ছিলেন কোভিড-১৯ প্রতিরোধ প্রকল্পের জেলা সমন্বয়কারী মোঃ খালিদ হাসান। এবং তথ্য উপাত্ত সংগ্রহকারী টুম্পা আক্তার মীম। কমিউনিটির প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস রিজিয়া পারভীন। এবং সুজন সম্পাদক জনাব হাসিবুর রহমান। তারা উভয়ে তাদের আলোচনায় কমিউনিটির স্বাস্থ্যসেবা গ্রহিতাদের সেবা গ্রহনের ভালো মন্দ বিষয় সমুহ নিয়ে আলোচনা করেন পাশাপাশি সেবার মান উন্নয়নে অভিমত ব্যাক্ত করেন।
সভার কোভিড-১৯ স্বাস্থ্য সুরক্ষা বিষয়ক মুল আলোচনা করেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জনাব ডাঃ প্রদীপ বকসি। তিনি জানান ২৮ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর পর্যন্ত সরকারের গৃহিত সিদ্ধান্ত মোতাবেক সদর উপজেলার ১০ ইউনিয়নে টিকা ক্যাম্পেইন চলবে। নির্দিষ্ট সময়কালে উক্ত ক্যাম্পেইনের মাধ্যমে ১ম ডোজ টিকা কার্যক্রম শেষ হতে পারে বলে সকলকে অবগত করেন। অতএব, তৃনমূল পর্যায়ের অজ্ঞ এবং ভ্রান্ত ধারনা আসক্ত নাগরিক যারা এখনও প্রথম ডোজ টিকা গ্রহন করেনি সভায় উপস্থিত সকলকে সেই সকল লোকদের অবগত করনের পাশাপাশি টিকা গ্রহনে উদ্ভুদ্ব করার অনুরোধ করেন। তিনি হাঙ্গার প্রজেক্টের কোভিড-১৯ প্রতিরোধ প্রকল্পের কার্যক্রমকে আরো সম্প্রসারিত করার প্রস্তাব করেন। এবং ২৮ সেপ্টেম্বর থেকে দি হাঙ্গার প্রজেক্টের আঞ্চলিক সমন্বয়কারী মাসুদুর রহমানকে মাইকিং এবং টিকা কেন্দ্রে ভলেন্টিয়ার দেয়ার অনুরোধ করেন।

- Advertisement -spot_img

More articles

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ