যশোরের ঝিকরগাছার ছুটিপুর বাজারে বিএনপির দুই পক্ষের সং*ঘর্ষে আশাদুল হক আশা (৪০) নি*হত ও তার ভাই মহিদুল ইসলাম গুরুতর আহত হয়েছেন। বাজার দখলকে কেন্দ্র করে শনিবার বিকেলে সংঘ*র্ষ হয়। আজ রবিবার ভোরে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় আশার মৃ*ত্যু হয়। নিহতের পরিবারের দায়ের করা মামলায় ১৮ জনের নাম উল্লেখসহ ১৫-২০ জন অজ্ঞাত আসামি করা হয়েছে; পুলিশ ইতোমধ্যে ৬ জনকে গ্রেফ*তার করেছে। সং”ঘর্ষের পেছনে উপজেলা বিএনপির দুটি গ্রুপের দীর্ঘদিনের বিরোধ কারণ বলে জানা গেছে। পুলিশ জানায়, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।