28 C
Khulna
Thursday, May 22, 2025

খুলনা গণসমাবেশে আসার পথে হামলায় আহত বিএনপি কর্মী জিকোর মৃত্যু

বিএনপির খুলনা বিভাগীয় মহাসমাবেশে গত ২২ অক্টোবর ট্রলারযোগে যাওয়ার সময় প্রতিপক্ষের হামলায় আহত শেখ সাজ্জাদুল ইসলাম জিকো (৩৫)শুক্রবার ভোরে মারা গেছে।

শেখ সাজ্জাদুল ইসলাম জিকো ফুলতলা ইউনিয়ন বিএনপির সদস্য ছিলেন। শুক্রবার বাদ আসর পায়গ্রাম কসবা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই শিশু কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।

ঐ ঘটনায় জিকোসহ অনেকেই গুরুতর জখম হন। এর মধ্যে জিকোর মাথা ফেঁটে গেলে ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। ওই সময় তাকে ১১টি সেলাই দেয়া হয়। পরবর্তীতে তিনি চিকিৎসা শেষে পায়গ্রাম কসবা নিজ বাড়িতে ফেরেন। এ ঘটনার এক মাসের অধিক সময়ের পর শুক্রবার ভোরে নিজ বাড়িতে তার মৃত্যু ঘটে।

- Advertisement -spot_img

More articles

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ