এদিকে বৃষ্টির কারণে শীতকালীন কৃষিতে ক্ষতির আশঙ্কা করছেন স্থানীয় কৃষকরা। নিম্নচাপের প্রভাবে বৃষ্টি হওয়ায় খুলনায় কিছুটা শীত অনুভূত হচ্ছে। গভীর সমুদ্রে যাওয়া মাছ ধরার ট্রলারগুলো উপকূলে অবস্থান করছে।
খুলনা আবহাওয়া অফিসের ইনচার্জ সিনিয়র আবহাওয়াবিদ আমিরুল আজাদ বলেন, ঘূর্ণিঝড় মিধিলি’র প্রভাবে খুলনা মহানগরীসহ উপকূল এলাকায় মাঝারি আকারের বৃষ্টি হচ্ছে। গতকাল বৃহস্পতিবার গুড়িগুড়ি বৃষ্টি হলেও আজ সকাল ৬টা থেকে মাঝারি ধরনের বৃষ্টি শুরু হয়। সন্ধ্যা পর্যন্ত বৃষ্টি আরও বাড়তে পারে। বর্তমানে উপকূল এলাকায় ঘণ্টায় ১০ কিলোমিটার বেগে বাতাস বইছে।
তিনি আরও বলেন, ঘূর্ণিঝড়টি বিকালের মধ্যে উপকূল অতিক্রম করবে। এখন জলোচ্ছ্বাস না থাকলেও জোয়ারের সময় ঘূর্ণিঝড় অতিক্রম করলে স্বাভাবিক জোয়ারের চেয়ে ২ থেকে ৩ ফুট উচ্চতায় জলোচ্ছ্বাস হতে পারে। ঘূর্ণিঝড়টি খুলনার উপকূল, বরিশাল ও চট্টগ্রাম দিয়ে অতিক্রম করবে।