যশোরের অভয়নগরে আল মামুন (৩৫) নামের এক যুবক সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছেন।
শনিবার বিকেলে উপজেলার শুভরাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
সূত্রে জানা যায়, পূর্ব শত্রুতার জের ধরে সন্ত্রাসীরা শুভরাঢ়া গ্রামের মিঠু আকুঞ্জির ছেলে আল মামুনকে তার বাড়ি থেকে ডেকে এনে তাকে লক্ষ্য করে পর পর তিন রাউন্ড গুলি ছোড়ে।
সন্ত্রাসীদের ছোড়া গুলি আল মামুনের মাথাসহ শরীরের বিভিন্ন অংশে লাগে।
পরে সন্ত্রাসীরা পালিয়ে যায়।
আহত আল মামুনকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির পর সন্ধ্যা সাড়ে ৬টার সময় তিনি মারা ।
ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারে পুলিশ অভিযান শুরু করেছে।
এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
যশোরের অভয়নগরে সন্ত্রাসীদের গুলিতে নিহত এক জন
