26.3 C
Khulna
Friday, May 23, 2025

যশোরে দুই ট্রাকের সংঘর্ষে নিহত ২

যশোর-খুলনা মহাসড়কে দুটি ট্রাকের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন।
মঙ্গলবার (১১ এপ্রিল) ভোরে সদর উপজেলার বানিয়ারগাতী এলাকার যশোর ফিড মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
এতে ঘটনাস্থলেই উভয় ট্রাকের হেলপার (চালকের সহকারী) নিহত হোন। এখন পর্যন্ত তাদের নাম-পরিচয় পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভুট্টাবোঝাই খুলনাগামী একটি ট্রাকের চাকা পাঞ্চার হলে রাস্তার পাশে মেরামতের কাজ চলছিল। এ সময় কুষ্টিয়া থেকে খুলনাগামী বালুবোঝাই ট্রাক বেপরোয়া গতিতে এসে দাঁড়িয়ে থাকা ট্রাকটির পেছনে ধাক্কা দেয়।
এতে ঘটনাস্থলেই উভয় ট্রাকের হেলপারের মৃত্যু হয়। এসময় দুই ট্রাকের চালকই পালিয়ে যান।
পরে সংবাদ পেয়ে যশোর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠান।
news sources: abnews24

- Advertisement -spot_img

More articles

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ