বৃহস্পতিবার যশোর শিশু উন্নয়নকেন্দ্রে অপরাধীদের’ দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে তিন কিশোর নিহত হয়েছে আরও এক কিশোর গুরুতর আহত হয়েছে।
নিহতরা হলো, খুলনার দৌলতপুর থানার মহেশ্বরপাশা পশ্চিম সেনপাড়ার রোকা মিয়ার ছেলে পারভেজ হাসান রাব্বি (১৮), রবিউল গ্রুপের বগুড়া জেলার শিবগঞ্জ থানার তালিপপুর পূর্বপাড়ার নানু প্রামাণিকের ছেলে নাঈম হোসেন (১৭) ও বগুড়া জেলার শেরপুর থানার মহিপুর গ্রামের আলহাজ্ব নুরুল ইসলাম নুরুর ছেলে রাসেল ওরফে সুজন ।
যশোরের অতিরিক্ত পুলিশ সুপার তৌহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
শিশু উন্নয়ন কেন্দ্রের প্রশিক্ষক জানান,কয়েকদিন আগে কেন্দ্রে শিশুদের দুই গ্রুপের মধ্যে মারামারিতে বেশ কয়েকজন আহত হয় ওই ঘটনার পর গতকাল সন্ধ্যার আবার সংঘর্ষ হয়।
সংঘর্ষে গুরুতর আহত হয় তাদেরকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তাদের গায়ে আঘাতের চিহ্ন রয়েছে।