ইউরোপিয়ান ফুটবল ছেড়ে সৌদি আরবের ক্লাব আল-নাসরে যোগ দিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। এশিয়ার ক্লাবটির সঙ্গে ২০২৫ সাল পর্যন্ত চুক্তিবদ্ধ হয়েছেন ৩৭ বছর পর্তুগিজ বয়সী তারকা।
ইএসপিএন জানিয়েছে,ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় বেতন পাবেন রোনালদো। প্রতি বছর সাড়ে সাত কোটি ডলার বেতন পেতে পারেন রোনালদো।
শুক্রবার (৩০ ডিসেম্বর) আল-নাসরের দেওয়া বিবৃতিতে রোনালদো বলেন, একটি ভিন্ন দেশে নতুন ফুটবল লিগের অভিজ্ঞতা নিতে আমি রোমাঞ্চিতবোধ করছি। সৌদি আরবের পুরুষ ও নারী ফুটবলের উন্নয়নে আল-নাসরের যে লক্ষ্য, সেটা খুবই অনুপ্রেরণাদায়ক।
ইউরোপের ৪টি ক্লাবে কাটিয়েছেন ২০ বছর। ৫ বার জিতেছেন চ্যাম্পিয়নস লিগ, ৭ বার লিগ।
রোনালদোর নতুন ক্লাব আল-নাসর সৌদি আরবের প্রো লিগে খেলে। সৌদির ইতিহাসে আল–হিলালের পর দ্বিতীয় সেরা সাফল্য আল-নাসরের।
সৌদি গেজেট জানিয়েছে, সব কিছু কাগজে-কলমে কনফার্ম করতে সৌদি ক্লাবটির প্রেসিডেন্ট ও স্পোর্টিং ডিরেক্টর বুধবার মাদ্রিদে যান এবং শুক্রবার বিকেলে এই চুক্তিতে সই করেন। শনিবার (৩১ ডিসেম্বর) রোনালদোকে নিয়ে রিয়াদে ফিরবেন তারা। নতুন বছরের প্রথম দিনই (১ জানুয়ারি) ক্লাবটির হয়ে মাঠে নামতে পারেন রোনালদো।